সাভার থানা স্ট্যান্ডের কাছে মহাসড়কের পাশে পাকিজা ডাইং এন্ড প্রিন্টিং কারখানায় আজ সোমবার সকাল আটটার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
কারখানার গুদামে লাগা আগুন দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। নুরুল ইসলাম বলেন, আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা পুরো গুদামে ছড়িয়ে পড়ে।খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট গঠনাস্থলে পৌঁছে আগুন নেভাতে শুরু করে।
কিন্তু আগুনের তীব্রতা বেড়ে গেলে চামড়া শিল্প নগরী থেকে ফায়ার সার্ভিসের আরো একটি ইউনিটকে আসার জন্য অনুরোধ করা হয়। তাদেরকে সাথে নিয়ে টানা দুই ঘন্টা চেষ্টায় সকাল দশটার দিকে আগুন নিয়ন্ত্রনে আসে।
ততক্ষণে গুদামে থাকা কাপড়ও কাটুন ফুরিয়ে যায়। অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানতে চাইলে ফায়ার সার্ভিস কর্মকর্তা নুরুল ইসলাম জানান, বৈদ্যুতিক শক সার্কিট থেকে আগুন লাগতে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে। তবে এ বিষয়ে পাকিজার ডাইং এন্ড প্রিন্টিং ইন্ডাস্ট্রি কারখানার কারো বক্তব্য পাওয়া যায়নি।