শেখ শামীম : পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নেত্রকোনার কলমাকান্দায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ পরিবারের সদস্যদের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালের পক্ষ থেকে এসব উপহার সামগ্রী বিতরণ করা হয়।
জানা গেছে, কলমাকান্দা উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ হয়েছেন চার জন। তারা হলেন, উপজেলার বড়খাপন ইউনিয়নের বড়খাপন গ্রামের শাফায়েত মিয়ার ছেলে মো. সোহাগ মিয়া (১৫), কৈলাটী ইউনিয়নের শ্যামপুর কৈলাটী গ্রামের মো. মজিবুর রহমানের ছেলে মো. আহাদুল (১৬), কলমাকান্দা সদর ইউনিয়নের বটতলা গ্রামের আব্দুল ওয়াহেদের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৩৫) ও রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা গ্রামের মো. বাচ্চু মিয়ার ছেলে মেহেদী হাসান।
গতকাল বৃহস্পতিবার শহীদ এই চার পরিবারের সদস্যদের মধ্যে নগদ ১০ হাজার টাকা, ৭৫ কেজি চাল, ১০ লিটার তেল, ৩ কেজি ডাল, ২ কেজি চিনি, ৩ কেজি ছোলাবুট ও ২ কেজি সেমাই উপহার হিসেবে দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি’র কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে কলমাকান্দা উপজেলার যে চারজন শহীদ হয়েছেন তারা শুধু নিজ উপজেলাতেই নন। তারা জাতীয়ভাবেও চিরস্মরণীয় হয়ে থাকবেন। তাদের আত্মদান সমগ্র জাতি শ্রদ্ধাভরে স্মরণে রাখবেন। গতকাল বিএনপির পক্ষ থেকে শহীদদের ম্মরণে তাদের পরিবারের সদস্যদের মাঝে কিছু উপহার সামগ্রী দেওয়া হয়েছে। ভবিষ্যতেও ওইসব পরিবারের প্রতি সহযোগিতা অব্যাহত থাকবে বলেও তিনি জানান।