নেত্রকোনা জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব শিক্ষক দিবস- ২০২৪ উপলক্ষে শনিবার বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ের প্রাঙ্গণে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট বনানী বিশ্বাস।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ সচিব মোঃ মামুন খন্দকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাফিকুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফরিদা ইয়াসমিন, নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানিয়া তাবাসসুম, অধ্যক্ষ নেত্রকোনা সরকারি কলেজ, অধ্যক্ষ আবু আব্বাস ডিগ্রি কলেজ, অধ্যক্ষ নেত্রকোনা সরকারি মহিলা কলেজ, অধ্যক্ষ এন আকন্দ আলিয়া মাদ্রাসা প্রমুখ।