দুর্গাপুর ০২:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

ধোবাউড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

  • ফজলুল হক
  • ০৫:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • ৩৮ বার দেখা হয়েছে

ময়মনসিংহের ধোবাউড়ায় মেরা গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মো. আব্দুল বারেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের গোয়িঙ্গাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ এই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পোড়াকান্দলিয়া ইউনিয়নের আঠাম গ্রামে মনির মেস্ত্রীর মেরা গাছের ডাল কাটতে গাছে ওঠেন ওই বৃদ্ধ। এ সময় গাছের নিচের দুটি ডাল কেটে উপরে উঠার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন। একটি পা ব্যাঙ্গে যায়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুকক্ষন পরে তার মৃত্যু হয়। নিহতের ছেলে রায়হান উদ্দিন বলেন, বাবা গাছের ডাল কাটতে গিয়ে উচু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানান।
ইউপি সদস্য রজব আলীর কাছে জানতে চাওয়া তিনি বলেন, তিনি আগে থেকেই গাছ কাটেন ঘটনার দিন সকালে মনির মেস্ত্রী গাছের ডাল কাটার জন্য নেন সে খানেই গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার তন্নী দত্ত জানান, স্বজনদের ভাষ্য অনুযায়ী খাতায় নোট করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

ধোবাউড়ায় গাছের ডাল কাটতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

০৫:০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫

ময়মনসিংহের ধোবাউড়ায় মেরা গাছের ডাল কাটতে গিয়ে পড়ে মো. আব্দুল বারেক (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পোড়াকান্দলিয়া ইউনিয়নের গোয়িঙ্গাজুড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত বৃদ্ধ এই গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে পোড়াকান্দলিয়া ইউনিয়নের আঠাম গ্রামে মনির মেস্ত্রীর মেরা গাছের ডাল কাটতে গাছে ওঠেন ওই বৃদ্ধ। এ সময় গাছের নিচের দুটি ডাল কেটে উপরে উঠার সময় পা পিছলে পড়ে গুরুতর আহত হন। একটি পা ব্যাঙ্গে যায়।পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কিছুকক্ষন পরে তার মৃত্যু হয়। নিহতের ছেলে রায়হান উদ্দিন বলেন, বাবা গাছের ডাল কাটতে গিয়ে উচু থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে বলে জানান।
ইউপি সদস্য রজব আলীর কাছে জানতে চাওয়া তিনি বলেন, তিনি আগে থেকেই গাছ কাটেন ঘটনার দিন সকালে মনির মেস্ত্রী গাছের ডাল কাটার জন্য নেন সে খানেই গাছ থেকে পড়ে গিয়ে মৃত্যু হয়েছে। বিষয়ে কর্তব্যরত মেডিকেল অফিসার তন্নী দত্ত জানান, স্বজনদের ভাষ্য অনুযায়ী খাতায় নোট করা হয়েছে।
ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার বলেন, সংবাদ পেয়ে হাসপাতালে পরিদর্শন করেছি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।