দুর্গাপুর ১০:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: আগুন নেভানোর যন্ত্র আছে, মেয়াদ শেষ তিন বছর আগে !

  • আল নোমান শান্ত
  • ০৪:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫
  • ১৪২ বার দেখা হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আগুন নেভানোর (অগ্নিনির্বাপণ) সব যন্ত্র মেয়াদোত্তীর্ণ। হাসপাতালের বিভিন্ন স্থানে দেয়ালে লাগানো যন্ত্রগুলোর কোনোটিরই এখন মেয়াদ নেই।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগসহ প্রতিটি ওয়ার্ডের দেয়ালসহ বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপণ যন্ত্র সাজিয়ে রাখা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগুন লাগলে এগুলোতে কোনো কাজে আসবে না।
ওই যন্ত্রগুলোর গায়ে দেওয়া তথ্য অনুযায়ী, শয্যা ওয়ার্ডের অগ্নিনির্বাপণ যন্ত্রের বিতরণের সময় দেওয়া আছে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। সে হিসাবে অগ্নিনির্বাপণ যন্ত্রগুলোর মেয়াদ তিন বছর আগে শেষ হলেও এখনো পরিবর্তন করা হয়নি। কোনোটার প্রস্তুত/উত্তীর্ণের তারিখও লিখা নেই, নাম মাত্র সাজিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে বহির্বিভাগ, জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানের অগ্নিনির্বাপণ যন্ত্রের বিতরণের সময় দেওয়া আছে ২০২৩ সালের ৮ জুন। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ২০২৪ সালের ৭ জুন।
৫০ শয্যার এ হাসপাতালে দুর্গাপুর উপজেলাসহ আশপাশের আরো দুইটি উপজেলার ৫০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নেন প্রতিদিন। সেখানে রয়েছেন চিকিৎসকসহ স্টাফরা। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনরাও রয়েছেন ঝুঁকিতে। এমন একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অগ্নিদুর্ঘটনায় খুববেশী প্রয়োজন এই অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো।
অনেকে বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রেখে দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ কী করে ভরসা রাখছে, জানা নেই। তবে এমন উদাসীনতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রাসেল মিয়া নামের একজন বলেন, এমন পরিস্থিতিতে হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আগুন নেভাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। দ্রুত এগুলো পরিবর্তন প্রয়োজন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ মো. তানজিরুল ইসলাম রায়হান বলেন, আমাদের ১০ টির মতো আগুন নেভানোর যন্ত্র আছে কিন্তু কোনোটারই মেয়াদ নেই। আমরা মৌখিকভাবে ফায়ার সার্ভিসকে জানিয়েছি।
দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মনজুর ফরাজি বলেন, আমি নতুন এসেছি বিষয়টি জানা নেই। স্যার ছুটিতে আছেন ওনি আসলে বিষয়টি বলতে পারবেন। তবে এটির রাসায়নিকের মেয়াদোত্তীর্ণ হওয়ায়, প্রয়োজনে কোনো কাজেই আসবে না।

নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, যিনি এখন দায়িত্বে আছেন উনার সাথে কথা বলবো। তাছাড়াও হাসপাতালটিতে নতুন স্বাস্থ্য কর্মকর্তা যোগদান করবেন। ইতিমধ্যে চিঠি লিখা হয়েছে। আশা করছি দ্রুতই যোগদান করবেন এবং যন্ত্র গুলো কার্যকরে আনতে গুরুত্ব দেওয়া হবে।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে: আগুন নেভানোর যন্ত্র আছে, মেয়াদ শেষ তিন বছর আগে !

০৪:৪৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫

নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আগুন নেভানোর (অগ্নিনির্বাপণ) সব যন্ত্র মেয়াদোত্তীর্ণ। হাসপাতালের বিভিন্ন স্থানে দেয়ালে লাগানো যন্ত্রগুলোর কোনোটিরই এখন মেয়াদ নেই।
বুধবার (১৫ জানুয়ারি) সকালে সরেজমিন গিয়ে দেখা গেছে, হাসপাতালের বহির্বিভাগ, জরুরি বিভাগসহ প্রতিটি ওয়ার্ডের দেয়ালসহ বিভিন্ন স্থানে অগ্নিনির্বাপণ যন্ত্র সাজিয়ে রাখা হয়েছে। মেয়াদোত্তীর্ণ হওয়ায় আগুন লাগলে এগুলোতে কোনো কাজে আসবে না।
ওই যন্ত্রগুলোর গায়ে দেওয়া তথ্য অনুযায়ী, শয্যা ওয়ার্ডের অগ্নিনির্বাপণ যন্ত্রের বিতরণের সময় দেওয়া আছে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ২০২১ সালের ৩১ ডিসেম্বর। সে হিসাবে অগ্নিনির্বাপণ যন্ত্রগুলোর মেয়াদ তিন বছর আগে শেষ হলেও এখনো পরিবর্তন করা হয়নি। কোনোটার প্রস্তুত/উত্তীর্ণের তারিখও লিখা নেই, নাম মাত্র সাজিয়ে রাখা হয়েছে।
অন্যদিকে বহির্বিভাগ, জরুরি বিভাগসহ হাসপাতালের বিভিন্ন স্থানের অগ্নিনির্বাপণ যন্ত্রের বিতরণের সময় দেওয়া আছে ২০২৩ সালের ৮ জুন। এগুলোর মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে ২০২৪ সালের ৭ জুন।
৫০ শয্যার এ হাসপাতালে দুর্গাপুর উপজেলাসহ আশপাশের আরো দুইটি উপজেলার ৫০০ থেকে ৭০০ রোগী চিকিৎসা নেন প্রতিদিন। সেখানে রয়েছেন চিকিৎসকসহ স্টাফরা। এ ছাড়াও স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী ও স্বজনরাও রয়েছেন ঝুঁকিতে। এমন একটি জনগুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অগ্নিদুর্ঘটনায় খুববেশী প্রয়োজন এই অগ্নিনির্বাপণ যন্ত্রগুলো।
অনেকে বলছেন, এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার রেখে দুর্ঘটনা রোধে কর্তৃপক্ষ কী করে ভরসা রাখছে, জানা নেই। তবে এমন উদাসীনতায় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
রাসেল মিয়া নামের একজন বলেন, এমন পরিস্থিতিতে হঠাৎ অগ্নিকা-ের ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ আগুন নেভাতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। দ্রুত এগুলো পরিবর্তন প্রয়োজন।
এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ডাঃ মো. তানজিরুল ইসলাম রায়হান বলেন, আমাদের ১০ টির মতো আগুন নেভানোর যন্ত্র আছে কিন্তু কোনোটারই মেয়াদ নেই। আমরা মৌখিকভাবে ফায়ার সার্ভিসকে জানিয়েছি।
দুর্গাপুর উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) মনজুর ফরাজি বলেন, আমি নতুন এসেছি বিষয়টি জানা নেই। স্যার ছুটিতে আছেন ওনি আসলে বিষয়টি বলতে পারবেন। তবে এটির রাসায়নিকের মেয়াদোত্তীর্ণ হওয়ায়, প্রয়োজনে কোনো কাজেই আসবে না।

নেত্রকোনা জেলা সিভিল সার্জন ডাঃ অনুপম ভট্টাচার্য্য জানান, যিনি এখন দায়িত্বে আছেন উনার সাথে কথা বলবো। তাছাড়াও হাসপাতালটিতে নতুন স্বাস্থ্য কর্মকর্তা যোগদান করবেন। ইতিমধ্যে চিঠি লিখা হয়েছে। আশা করছি দ্রুতই যোগদান করবেন এবং যন্ত্র গুলো কার্যকরে আনতে গুরুত্ব দেওয়া হবে।