নেত্রকোনার দুগার্পুর উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহবায়ক মো. মাজহারুল হক রিপন (৪৯) হার্ট এ্যাটাক জনিত কারনে মৃত্যুবরণ করেছেন। ইন্ন ালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন। রোববার ভোরে দুগার্পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন তিনি। রিপন কুল্লাগড়া ইউনিয়নের সাবেক ইউপি সদস্য, বীর মুক্তিযোদ্ধা মৃত মতিউর রহমানের বড় ছেলে।
পরিবার সুত্রে জানা গেছে, রোববার ভোরে রিপনের বুকে হঠাৎ ব্যাথা শুরু হলে পরিবারের সদস্যরা তাঁকে দুগার্পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ময়মনসিংহে যাওয়ার প্রাক্কালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। রোববার বাদ আসর নামাজে জানাজার শেষে নিজ বাড়ী কাকরাকান্দা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
মাজহারুল হক রিপন, ছাত্র জীবনে নিষ্ঠার সাথে জাতীয়তাবাদী ছাত্র দল এবং পরবর্তি যুবদলের রাজনীতি করতেন। তিনি বর্তমানে উপজেলা যুবদলের আহবায়ক ছিলেন। তার মৃত্যুতে বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, জেলা বিএনপি‘র সাবেক সহ:সভাপতি আলহাজ¦ ঈমাম হাসান আবুচান, উপজেলা বিএনপি‘র আহবায়ক জহিরুল আলম ভুইয়া, যুগ্ন—আহবায়ক জামাল উদ্দিন মাস্টার, সদস্য সচিব আব্দুল আওয়াল, বিএনপি নেতা এম এ জিন্নাহ্, শিক্ষাবিদ শহীদুল্লাহ খান সহ বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।