ডেস্ক রিপোর্ট : “জ্ঞান-বিজ্ঞানের করবো জয়, সেরা হবে বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের সহায়তায় নেত্রকোনার দুর্গাপুরে দুইদিনব্যপী ৪৬তম জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।
বিভিন্ন স্কুল কলেজের অংশগ্রহনে আয়োজিত মেলায় ইউএনও মো. নাভিদ রেজওয়ানুল কবীর এর সভাপতিত্বে, একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ নাসির উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, শিক্ষক তপন কুমার সাহা, মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক আবু সাদেক, সুসঙ্গ সরকারি মহাবিদ্যালয়ের প্রভাষক সুফিয়া আক্তার খাতুন, মাধ্যমিক শিক্ষা অফিসার বজলুর রহমান আনছারী, উপজেলা কৃষি অফিসার নিপা বিশ^াস প্রমুখ। মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রদর্শনী নিয়ে ১৬টি স্টল অংশগ্রহণ করে।