দুর্গাপুর ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ৪ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন 

রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে দাফন করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (৭২) কে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানা স্থানীয় প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানজার নামাজের অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে সমাধিস্থ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার টঙ্গীতে মেয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। শনিবার সকালে নিজে গ্রামের বাড়িতে আনা হয়।
এ সময় অন্যান্য মাঝে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, ওয়াজেদ আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস ১১ নং সেক্টরের বাউল কোম্পানিতে নিযুক্ত ছিলেন। এ সময় তিনি সম্মুখ যুদ্ধের পাশাপাশি নানা কৌশলে শত্রুপক্ষকে পরাজিত করেন।
তবে তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দুর্গাপুর প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছে। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

দুর্গাপুরে রাষ্ট্রীয় মর্যাদায় মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুসের দাফন 

০৫:২৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
রাষ্ট্রীয় মর্যাদার মধ্য দিয়ে দাফন করা হয়েছে নেত্রকোনার দুর্গাপুরের বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস (৭২) কে। শনিবার (১৫ ফেব্রুয়ারী) দুপুরে তাঁর নিজবাড়ী দুর্গাপুর ইউনিয়নের কালিকাপুর গ্রামে তাঁকে শেষবিদায় জানা স্থানীয় প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধারা।
কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁকে রাস্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান শেষে জানজার নামাজের অনুষ্ঠিত হয়। পরে তাকে স্থানীয় কবরস্থানে সমাধিস্থ করা হয়।
এর আগে গতকাল শুক্রবার টঙ্গীতে মেয়ের বাড়িতে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুসের মৃত্যু হয়। শনিবার সকালে নিজে গ্রামের বাড়িতে আনা হয়।
এ সময় অন্যান্য মাঝে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, ওয়াহেদ আলী, সিরাজুল হক, আব্দুল জব্বার মাল, ওয়াজেদ আলী বিশ্বাস, পৌর বিএনপির আহবায়ক আতাউর রহমান ফরিদ, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নেতাকর্মী সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিগন উপস্থিত ছিলেন।
মুক্তিযুদ্ধ চলাকালীন সময় মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস ১১ নং সেক্টরের বাউল কোম্পানিতে নিযুক্ত ছিলেন। এ সময় তিনি সম্মুখ যুদ্ধের পাশাপাশি নানা কৌশলে শত্রুপক্ষকে পরাজিত করেন।
তবে তার মৃত্যুতে উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, দুর্গাপুর প্রেসক্লাব, রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ সহ তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন  করেছে। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে, ৩ মেয়ে ও নাতি-নাতনী সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।