নেত্রকোনার দুর্গাপুরে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উপজেলা শাখার ২৪তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে পৌর শহরের কমরেড মণি সিংহ স্মৃতি জাদুঘর চত্বরে সম্মেলনের উদ্বোধন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সহ:-সভাপতি সাইফ রুদাদ। পরে এক বর্ণাঢ্য র্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি শেষে ‘‘দৃঢতার কন্ঠে ছিহ্ন করো এই তমসার জাল, বৈষম্যহীন শিক্ষা ও সংস্কৃতি রক্ষায় হাল ধরো শিক্ষার্থী সমাজ’’ এই প্রতিপাদ্যে প্রথম অধিবেশনের আলোচনা সভায় উপজেলা ছাত্র ইউনিয়নের সভাপতি নুরে আলম খান এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক জহির রায়হান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড ডা. দিবালোক সিংহ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সিপিবি কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, ক্ষেত মজুুর সমিতি দুর্গাপুর উপজেলা শাখার সভাপতি আজিম উদ্দিন, ছাত্র ইউনিয়ন জেলা কমিটির সভাপতি আহমেদ তানভির মোকাম্মেল, সাবেক ছাত্র নেতা শামসুল আলম খান, জুয়েল রানা, রুপন কুমার সরকার, মোরশেদ আলম সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীগণ।
রাতে দ্বিতীয় অধিবেশনে বর্তমান কমিটি বিলুপ্ত করে, নতুন এক কমিটি ঘোষণা করা হবে বলে জানান ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।