নেত্রকোনার দুর্গাপুর উপজেলার নেতাই নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের খবরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত পরিচালনা করার সময় বাধা ও হামলার চেষ্টা করেছে স্থানীয় প্রভাবশালীরা।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের শ্রীপুর এলাকায়। তবে এ ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নেতাই নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন হচ্ছিল এমন খবরে বুধবার দুপুরে ঘটনাস্থালে গিয়ে অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর।
উপজেলা প্রশাসনের স্টাফ যখন অবৈধভাবে উত্তোলিত বালু পরিমাপ করছিলেন তখন উশৃখল জনতা দেশীয় অস্ত্রসহ লাঠি সোটা নিয়ে হামলার চেষ্টা ও ভয় ভীতি প্রদর্শন করে। বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে এ ঘটনার পরপরই উপজেলা যুবদলের আহবায়ক মো. মাজহারুল হক রিপন ও সদস্য সচিব ইউসূফ খানের সিদ্ধান্তে সিনিয়র যুগ্ম—আহবায়ক এস,এম কাইয়ূম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মো. শাহজাহান মিয়াকে দল থেকে বহিষ্কার করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাভিদ রেজওয়ানুল কবীর বলেন, ঘটনার সাথে জড়িত লোকজনের উস্কানিতে কিছু উশৃখল জনতা সরকারি কাজে বাধা প্রদান এবং আক্রমন করার চেষ্টা করে। তবে এ ঘটনায় আমাদের কেউ আহত হয়নি। তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী গিয়েছে। সরকারি কাজে বাঁধা প্রদান এবং অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে জড়িতদের সনাক্ত করে মামলা দায়ের করা হচ্ছে বলে জানান তিনি।
এ প্রসঙ্গে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাচ্চু মিয়া জানান, আমি ঘটনাস্থলে এসেছি। ডেজারসহ সকল মালামাল জব্দ করা হয়েছে। এখন পর্যন্ত কেউ আটক হয়নি।