আল নোমান শান্ত : নেত্রকোনা জেলার দুর্গাপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদ রাখার দায়ে তিন জনকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। তারা হলেন,আল আমিন (২৬), বাবুল মিয়া (৩৫), আরাফাত (৩০)।
বুধবার (১ জানুয়ারী) দুপুরে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্টে্রট নাভিদ মোঃ রেজওয়ানুল কবীর।
নির্বাহী ম্যাজিস্টে্রট মোঃ নাভিদ রেজওয়ানুল কবীর জানান, লক্ষীপুর এলাকায় চোরাই বালু মজুদ করা হচ্ছে এমন গোপন তথ্য পেয়ে সেখানে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সত্যতা পাওয়ায় তিন ব্যক্তিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নগদ ৫০ হাজার টাকা করে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও আত্রাখালী ও তেরীবাজার বালুঘাট এলাকা থেকে ১৫টি বালুভর্তি অটোরিক্সা আটক করা হয়।
তিনি আরও বলেন,কোথাও অবৈধ উপায়ে মাটি বা বালু উত্তোলন করতে পারবেন না। এ ব্যাপারে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।